• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫৯:৫৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫৯:৫৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাবি ভিসি

৮ আগস্ট ২০২৪ দুপুর ১২:১২:৪০

পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাবি ভিসি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি প্রফেসর মো. নূরুল আলম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

৭ আগস্ট বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ইমেইলে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার আবু হাসান।

পদত্যাগপত্রে উপাচার্য লেখেন, ‘আপনার আদেশক্রমে গত ১৩ সেপ্টেম্বর ২০২২, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমাকে নিয়োগ প্রদান করা হয়েছিল। সে অনুসারে আমি দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।’

রেজিস্ট্রার আবু হাসান বলেন, 'উপাচার্য মো. নূরুল আলম ব্যক্তিগত ও পারিবারিক কারণে আজ (বুধবার) দুপুরে পদত্যাগপত্র মেইল করেছেন। আমি সব ফর্মালিটিজ শেষে মহামান্য রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের দফতরে পাঠিয়েছি।'

মো. নূরুল আলম ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পরবর্তী চার বছরের জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ে তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীদের ওপর নির্যাতন চালায়। ওই সময় নিজের ভূমিকার জন্য সমালোচিত হন নূরুল আলম। শেখ হাসিনা সরকারের পতনের পর তারও পদত্যাগের দাবি তোলেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮