• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৩:১২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৩:১২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

বসন্ত রঙে সেজেছে তারুণ্য: প্রত্যাশা সুন্দর আগামীর

১৪ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:১২:৩০

বসন্ত রঙে সেজেছে তারুণ্য: প্রত্যাশা সুন্দর আগামীর

ছবি: সংগৃহিত

মুজাহিদ: ষড়ঋতুর বাংলাদেশে ঋতুরাজ বসন্ত আসে সবার শেষে। কুয়াশা আচ্ছন্ন শীতের আমেজ শেষ হতে না হতেই প্রকৃতির দরজায় কড়া নাড়লো পহেলা ফাগুন।

বসন্তের আগমন মানেই প্রকৃতির মত মানব হৃদয়েও নতুন প্রাণের সঞ্চার। গাছে গাছে বাহারি রঙের ফুল আর প্রকৃতির বাহারি সাজ জানিয়ে দিচ্ছে বসন্ত এসে গেছে। তাই তো প্রকৃতির এই রাজঋতুকে বরণ করতে তারুণ্য মেতেছে আজ বসন্ত উৎসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শিল্পতরী সংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা আবুজার গিফারী বলেন, ‘বর্তমানের তরুণরা শিল্প ও সাংস্কৃতিক বিষয়ে অনেক আগ্রহী, পূর্বে এতটা ছিল না। যার মাধ্যমে তারা বিশ্বের দরবারে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে বলে আমি মনে করি।’

তরুণদের নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মতে বর্তমানের তরুণরা দুটি ভাগে বিভক্ত। এক দল তারা স্রোতের সাথে গা ভাসিয়ে দেয়, আরেক দল তারা সব বিষয়ে বুঝে সুষ্ঠু জ্ঞান নিয়ে তারপর সামনের দিকে অগ্রসর হয়। এটি আমাদের ভাষারও মাস, কিন্তু আমারা দেখি অনেক ক্ষেত্রে মানুষ উচ্চস্বরে গান বাজায় বা বিদেশী গান পরিবেশ করে অনুষ্ঠান পরিচালনা করে। এগুলো কিন্তু অপসংস্কৃতি। আমাদের আসলে বুঝতে হবে বসন্ত কি, এটা কোথা থেকে আসলো। এর সাথে আমাদের বাংলা সংস্কৃতিও জানতে হবে। তাহলে আমাদের তরুণেরা আগামীতে দেশে ও জাতিকে সমৃদ্ধ করতে পারবে। পরিপূর্ণ বাঙালি মানুষ হতে পারবে।’

ঢাকা কলেজের এক আমিনুল ইসলাম ফাহাদ বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও আমি বসন্ত উৎসবে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছি। ভালই লাগছে, তবে গত কয়েক বছর করোনার কারণে উৎসবগুলো সীমিত পরিসরে হলেও এবার অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখতে পহেলা বৈশাখ, পহেলা ফাগুন, বসন্ত, হেমন্ত উৎসব ইত্যাদি ব্যতিত আর কোন উৎসব আছে বলে মনে হয় না। তবে শুধু এগুলোর মাঝেই আমাদের সংস্কৃতি সীমাবদ্ধ নয়। আমাদেরকে আরও জানতে হবে, আরও নিজের ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং সকল অপশক্তিকে শক্ত হাতে রুখতে হবে।’

ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী তারেক বলেন, ‘বসন্ত মানেই কোলিকের ডাক, সেই সাথে মানুষের মনে জেগে ওঠে নতুন আমেজ, নতুন অনুভূতি। এই বসন্তে আমার প্রত্যাশা, প্রকৃতির মত সতেজ হোক মানুষের হৃদয়, সব ভেদাভেদ ভুলে এক হয়ে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে নিতে চাই আমাদের দেশকে। বসন্তের মত স্বচ্ছ, নির্মল ও সুন্দর হয়ে উঠুক আমাদের দেশ।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮