• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৮:৪৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৮:৪৫ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

২৪ এর বন্যা দেওয়ালে তুলে ধরেছেন বাকৃবির সাঈদ

২১ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৪৪:০৯

২৪ এর বন্যা দেওয়ালে তুলে ধরেছেন বাকৃবির সাঈদ

বাকৃবি প্রতিনিধি: ২০২৪ সালের ২১ আগস্ট শুরু হওয়া বন্যা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে পরিগণিত হয়েছে। এই বন্যা আমাদের প্রজন্মের জন্য একটি মর্মান্তিক অভিজ্ঞতা। সদ্য ফ্যাসিবাদ মুক্ত হওয়া দেশ, যা তখন নানা আশা-আকাঙ্ক্ষায় নিজেকে পুনর্গঠনের চেষ্টা করছিল, সেই সময়েই আঘাত হানে বন্যা। প্রায় ৫৮ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের প্রতিটি অঞ্চলে এর ভয়াবহ প্রভাব ছড়িয়ে পড়ে।

জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের তাজা স্মৃতি তখনও জাতির হৃদয়ে জ্বলজ্বল করছিল। রক্তিম আকাশের নিচে বন্যার পানি যেন সেই মহান শহীদদের রক্তের সঙ্গে মিশে গিয়ে এক ধরনের প্রতীকী রঙ ধারণ করে। দেশের জনগণ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে স্বপ্নের নতুন পথে হাঁটছিল। তবে বন্যার এই মরণস্রোত আবারও দেশের মানুষকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

এই ঐতিহাসিক দুর্যোগকে নিজের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ৫৯ ব্যাচের শিক্ষার্থী আল সাঈদ। তিনি বন্যার ছবি ও ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে ‘২৪ এর বন্যা’ নামে একটি  দেয়ালচিত্র এঁকেছেন। কৃষি অর্থনীতি অনুষদের পাশে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের বুথের দেয়ালে স্থান পেয়েছে তার এই সৃষ্টি, যা ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, সাঈদ এই দেয়ালচিত্রটির কাজ শুরু করেন ২৪ আগস্ট, ২০২৪ তারিখে এবং শেষ করেন ১৫ অক্টোবর। প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা করে সময় দিয়ে তিনি এই দেয়ালচিত্রটি এঁকেছেন। ছবিটি আঁকার জন্য তিনি মূলত খাতা-কলমে স্কেচিং দিয়ে শুরু করেন এবং তারপর বন্যার বিভিন্ন বাস্তব ছবি থেকে স্ক্রিনশট নিয়ে তা ব্যবহার করেন।

আল সাঈদ বলেন, এই শিল্পকর্মটি সম্পন্ন করতে তাকে বিভিন্নভাবে সাহায্য করেছে তার সিনিয়র ভাই ও আপুরা। তারা তাকে রঙ, তুলিসহ অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছেন এবং পুরো প্রক্রিয়ায় মানসিক সহায়তা দিয়েছেন। সাঈদের মতে, এই কাজ তার জন্য একটি আবেগঘন ও গভীর অর্থবহ অভিজ্ঞতা, যা তার দেশের প্রতি দায়বদ্ধতার একটি প্রতিফলন।

দেয়ালচিত্রটি শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, এটি দেশের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশও। ২৪ এর বন্যার ভয়াবহতা ও দেশপ্রেমের এই রূপান্তর আল সাঈদ তার শিল্পে সুনিপুণভাবে তুলে ধরেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮