• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫০:১১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫০:১১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

তিন প্রতিষ্ঠানের সাথে বাকৃবির সমঝোতা চুক্তি

৩ নভেম্বর ২০২৪ সকাল ১১:১১:০৯

তিন প্রতিষ্ঠানের সাথে বাকৃবির সমঝোতা চুক্তি

বাকৃবি প্রতিনিধি: স্ট্রেংথেনিং এগ্রিকালচারাল টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (এসএটিইপি) এর আওতায় একটি কৃষি-শিল্প পরামর্শ কর্মশালা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ৩টি কৃষি-শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।

২ নভেম্বর শনিবার ঢাকার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে এই কর্মশালা ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। বিষয়টি জানিয়েছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

প্রকল্পটি দেশের কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতে গবেষণা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং উচ্চশিক্ষা শক্তিশালীকরণে নেওয়া হয়েছে। এই প্রকল্প এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হবে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাকৃবি যৌথভাবে এটি বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বাকৃবির সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান, এডিবির সিনিয়র সোশ্যাল সেক্টর ইকোনোমিস্ট রিওতারো হায়াসি, অধ্যাপক গোলাম হাফিজ, অধ্যাপক ড. শামসুল আলম ভূঞা, অধ্যাপক ড. হারুনুর রশীদসহ আরও অনেকে।

এছাড়া কৃষি-শিল্পের বিভিন্ন প্রতিনিধি, যেমন বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল হাসেম, চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশনের চেয়ারপারসন সৈয়দ মাহমুদুল হক, ইস্পাহানি এগ্রো লিমিটেডের ডিরেক্টর মিসেস ফৌজিয়া ইয়াসমিন, এবং প্রাণ আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক জনাব নাসের আহমেদও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবির শিক্ষক ও গবেষকবৃন্দের নিরলস প্রচেষ্টায় দেশের কৃষি ক্ষেত্রে অনন্য উন্নয়ন সম্ভব হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দেশের কৃষি খাতে আধুনিক গবেষণা এবং মানবসম্পদ উন্নয়ন ত্বরান্বিত হবে। এটি খাদ্য নিরাপত্তা এবং উচ্চতর কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ল্যাব স্থাপনের মাধ্যমে ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ গবেষণার সুযোগ পাবে।

পরে বাকৃবির সাথে বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন এবং ইস্পাহানি এগ্রো লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, এসএটিইপি প্রকল্পের অধীনে ‘বাংলাদেশ ইনস্ট্রুমেন্টেশন সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এগ্রিকালচারাল রিসার্চ’ নামে একটি গবেষণা সেন্টার গড়ে তোলা হবে। কৃষি শিক্ষার আধুনিকায়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ শিক্ষার্থী, কৃষক এবং কৃষি প্রতিষ্ঠানগুলোর সাথে সংযোগ স্থাপন এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮