• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৭:১১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৭:১১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রায় লাখো ভক্তের ঢল

৮ জুলাই ২০২৪ সকাল ০৯:২৯:৫১

বাগেরহাটে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রায় লাখো ভক্তের ঢল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার লাউপালা গোপাল জিউর মন্দিরে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই রবিবার দুপুরে অনুষ্ঠিত রথ যাত্রায় কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীরা অতীতের পাপ মোচন ও পূণ্যলাভের আশায় তিনশ বছরের ঐতিহ্যবাহী এই রথ টানে অংশ নেন।

রথটান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। বাগেরহাট রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দামের সভাপতিত্বে এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীনসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগেরহাট রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দাম বলেন, ৩শ’ বছর ধরে এখানে রথটান হয়। বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা আসেন এই রথটানে অংশগ্রহণ করতে। অনেকে মনোবাসনা পূরণের জন্য এখানে আসেন। রথযাত্রা উপলক্ষে প্রতিবছর মেলারও আয়োজন করা হয়। এ বছর মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত এই রথটান অনুষ্ঠিত হবে বলে জানান ধর্মীয় নেতারা।

বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, এখানে দেশের ২য় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মবর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের আগমন ঘটেছে। এতেই প্রমাণ করে বাংলাদেশ অসাম্প্রদায়িক এবং আওয়ামী লীগ জনপ্রিয় রাজনৈতিক দল। রথযাত্রা সুন্দরভাবে করতে যে ধরণের সহযোগিতা চায়, সেটা করার আশ্বাস দেন তরুণ এই সংসদ সদস্য।

এদিকে লাউপালা ছাড়াও বাগেরহাট সদরের হরিসভা মন্দির, কচুয়া উপজেলার শিবপুর-শিববাড়ি মন্দির, ফকিরহাটের শীতলা মন্দিরসহ বিভিন্ন জায়গায় রথটানে অংশ নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮