• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৪:৩১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৪:৩১ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে বালু-পাথর, নৌকা ও মেশিন জব্দ

১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:০৯:৩১

গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযানে বালু-পাথর, নৌকা ও মেশিন জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় টাস্কফোর্সের যৌথ অভিযানে বালু, পাথর, নৌকা ও মেশিন জব্দ করা হয়েছে।

১৪ অক্টোবর সোমবার ভোর ৫ টা থেকে ৯ টা পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন বল্লারঘাট, জাফলং চা বাগান নদীর পাড়, জাফলং ব্রিজ এবং ছৈলখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির আহ্বানে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। এসময় গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম, সিলেট পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন, পিবিজিএমসহ বিজিবি টহলদল ও গোয়াইনঘাট থানার এস আই মো. ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন।

টাস্কফোর্সের অভিযানে সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৭০০টি কাঠের নৌকা, ৯,৬৬,০০০ ঘনফুট বালু, ১০০০০ ঘনফুট পাথর এবং ২টি পাথর ভাঙ্গা মেশিন জব্দ করাসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ইসি এরিয়াভুক্ত এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করায় টাস্কফোর্সের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করে বালু, পাথর, নৌকা ও মেশিন জব্দ করা হয়েছে। আগামীতেও এরকম অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮