• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৩৪:১২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৩৪:১২ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জাজিরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১৬ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫০:৩৪

জাজিরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় মুরগি নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নজরুল মাদবর নামে এক ব্যক্তি কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এছাড়া আহত হয়েছেন আরও দুজন।

১৬ নভেম্বর শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাজিরা থানার ওসি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নজরুল মাদবর (৪৫) জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম আড়াচন্ডি গ্রামের লতিফ মাদবরের ছেলে। 

এর আগে, ১৫ নভেম্বর শুক্রবার বেলা ৩টার দিকে জাজিরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম আড়াচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নজরুল মাদবরের বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় বোরহানের সঙ্গে স্থানীয় আবু সালাম মাদবর, জলিল মাদবর, রাজন মাদবর ও মনু মাদবর ধারালো অস্ত্র নিয়ে নজরুলের ওপর হামলা চালায়। তাকে উদ্ধারে এগিয়ে গেলে নজরুলের বাবা লতিফ মাদবর ও ভাই সুমনকেও আহত করা হয়।

তারা আরও জানান, প্রতিবেশী হক মাদবরের সঙ্গে নিহতের পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে হক মাদবরের ছেলেরা বোরহানের সঙ্গে মিলে তাদের কুপিয়ে জখম করে।

নিহতের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমাদের বাড়ির মুরগির বাচ্চা বোরহানের বাড়িতে গেলে তারা আমার স্বামী নজরুলকে ডেকে নিয়ে গালাগাল শুরু করে। এতে প্রতিবাদ করলে তারা আমার স্বামীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তখন আমি ওনাকে বাঁচাতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমার দেবর ও শ্বশুর বাঁচাতে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। যারা আমার স্বামীকে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই।

জাজিরা থানার ওসি আল আমিন বলেন, মুরগি নিয়ে বিবাদের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে লতিফ মাদবর ও তার দুই ছেলে নজরুল মাদবর, সুমন মাদবর আহত হয়। পরে তাদের জাজিরা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। নজরুল ও সুমন মাদবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে চিকিৎসকরা। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা পর যথাযথ আইনিব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮