নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তি ও সনদ প্রদান করেছেন।
২৬ ফেব্রুয়ারি বুধবার নোয়াখালীর নোয়া কনভেনশন সেন্টারে এ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘১৯৮৯ সাল থেকে শুরু হওয়া এ বৃত্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালিত হয়ে আসছে। এ জন্য আপনাদের ধন্যবাদ এবং এ বৃত্তির প্রতিষ্ঠাতা হুমায়ুন জহীরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজ যারা বৃত্তি পেয়েছো তাদের উদ্দেশ্যে বলেবো, জীবনে অনেক প্রতিবন্ধকতা আসবে, শত বাধা সত্ত্বেও তোমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
বৃত্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ও অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) নিজাম আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, অনন্ত গ্রুপের চেয়ারম্যান ও বৃত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা কামরুন নাহার জহীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব, নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ ও অনন্ত গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আসিফ জহীর।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মু. তাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান মকবুল আহাম্মদ ও সেক্রেটারি খালেদ আলী আহমদ।
প্রসঙ্গত, হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৪ এ মোট ৬৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৪৫ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available