• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১১:০৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১১:০৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মহেশখালীতে পিস্তল-গুলিসহ সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী

১১ আগস্ট ২০২৪ সকাল ১০:৫৬:১৬

মহেশখালীতে পিস্তল-গুলিসহ সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী

কক্সবাজার (মহেশখালী) প্রতিনিধি: মহেশখালীর ঠাকুর তলা আদিনাথ মন্দির এলাকায় পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। পরবর্তীতে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

১০ আগস্ট শনিবার বিকেল ৫টায় উপজেলার ছোট মহেশখালী এলাকায় লে. কমান্ডার সৈয়দ আহমেদ সাকিবের নেতৃত্বে নৌবাহিনীর একটি সেকশন টহল পরিচালনা করে। টহলচলাকালীন সময় আদিনাথ মন্দিরের অদূরে স্থানীয়দের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসী হামলার সংবাদ পেয়ে নৌবাহিনী দলটি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করে। এ সময় অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

নৌবাহিনী জানায়, বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত নৌসদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ