• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১২:৩২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১২:৩২ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

৮ অক্টোবর ২০২৪ রাত ০৮:২০:০৯

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মানববন্ধন ও র‌্যালির আয়োজন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। 

৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় কলেজের মেইন গেইট থেকে একটি র‌্যালি বের করে নিউ এয়ারপোর্ট রোড থেকে টিবি গেট পর্যন্ত গিয়ে পুনরায় কলেজ গেটে ফিরে আসে। 

র‍্যালি শেষ করে শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে মানববন্ধন করেন। এসময় শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উত্থাপন করেন।

শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি অনেক দিনের। এ দাবি সকল শিক্ষার্থীদের। 

তিতুমীরের সকল অবকাঠামোগত যোগ্যতা থাকা সত্ত্বেও তিতুমীর কেন বিশ্ববিদ্যালয় হবে না? এ প্রশ্ন সকল  সাধারণ শিক্ষার্থীদের।

সর্বশেষ শিক্ষার্থীরা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।

মানববন্ধন ও র‍্যালির সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘ঢাবির আগ্রাসন মানি না, মানবো না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না’, ‘অধ্যক্ষ না, ভিসি ভিসি ভিসি’, ‘অধিভুক্তি না, মুক্তি মুক্তি মুক্তি’, ‘ঢাকা উত্তর কী চায়? বিশ্ববিদ্যালয়’, ‘মহাখালী কী চায়? বিশ্ববিদ্যালয়’, এবং ‘গুলশান কী চায়? বিশ্ববিদ্যালয়’।

জানা গেছে, জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সময় তিতুমীর কলেজকে একইভাবে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে বলে অনেকেই আশা করেছিলেন। তবে, দীর্ঘদিনেও এই ঘোষণা না আসায় শিক্ষার্থীরা বারবার আন্দোলনে নামছেন। এর আগে বিভিন্ন সময়ে কয়েকবার আন্দোলন হলেও এখনো পর্যন্ত কোনো ফলাফল আসেনি। অনেকে মনে করেন, রাজনৈতিক কারণে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি সরকারি তিতুমীর কলেজসহ রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে ঘোষণা করা হয়। তবে অধিভুক্তির পর থেকেই তিতুমীর কলেজ নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ফলাফল-জট, সমন্বয়হীনতা, শিক্ষক সংকট, শিক্ষার মানের অবনতি, নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পরীক্ষা না হওয়া এবং শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ