• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৫:৩৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৫:৩৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

কর্মবিরতিতে নবম দিন পার করছে জবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা

৯ জুলাই ২০২৪ রাত ০৮:৫৯:২১

কর্মবিরতিতে নবম দিন পার করছে জবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা

জবি প্রতিনিধি: সর্বজনীন পেনশন ‌‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টানা নবম দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বৈষম্যমূলক সর্বজনীন পেনশন ও ইউজিসি প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ প্রতিবাদ মিছিল করেছে।

৯ জুলাই মঙ্গলবার দুপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ও গুচ্ছ ভাস্কর্য চত্বরে আলাদা আলাদা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে শান্ত চত্বরে গিয়ে শেষ হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান বলেন, বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তিনটি ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছে। যতদিন দাবি আদায় না হবে ততদিন এ আন্দোলন চলবে। একটি জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়। সেই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আমরা আন্দোলন করছি।

তিনি আরো বলেন, প্রস্তাবিত প্রত্যয় স্কিম চালু করার ফলে মেধাবীরা এই দেশ ছেড়ে চলে যাবে। যার মধ্যদিয়ে জাতিকে মেধা শূন্য করা হবে। আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন নয়, আমরা আশা করছি, এই যৌক্তিক দাবি সরকার অতি শীঘ্রই মেনে নিয়ে আমাদেরকে শ্রেণিকক্ষে ফিরিয়ে দিয়ে এদেশের উচ্চ শিক্ষাকে নিরাপদ করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ