• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪০:৩৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪০:৩৬ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

১৪ আগস্ট ২০২৪ দুপুর ০২:২২:২২

রাজাপুরে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সরকারি জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে বাইতুল মামুর জামে মসজিদ কমিটির বিরুদ্ধে। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুর রহমান থানা পুলিশ ও সাংবাদিকদের কাছে অভেযোগ করেন। সাইফুর রহমান লেবুবুনিয়া (তাঁরাবুনিয়া) এলাকার মৃত্যু শাহ-আলম হাওলাদারের ছেলে।

সাইফুর রহমান অভিযোগ করে জানায়, দীর্ঘ দিন আগে সাতুরিয়া ইউনিয়নের পরিষদ থেকে মৌখিক অনুমতি নিয়ে ঐ জমি দীর্ঘ দিন যাবৎ আমার দাদা আব্দুল মজিদ হাওলাদার তার মৃত্যুর পরে আমা বাবা ও চাচারা ভোগদখল করে আসছে। এখানে আমাদের তিনটি দোকানও ছিল। দোকানগুলো ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। এরপর ৭ আগস্ট বাজারের মসজিদ কমিটির লোকজন ঐ জায়গায় পাকা দোকান নির্মাণের কাজ শুরু করে।

এ ব্যাপারে বাইতুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানায়, চেয়ারম্যান থাকাকালীন সময়ে মুসল্লিদের দাবির প্রেক্ষিতে মৌখিকভাবে এই জমি মসজিদের কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিলাম।

কিন্তু তখন মসজিদের কাজের জন্য জমিটি ব্যবহার করতে পারেনি। কারণ আওয়ামী লীগের কতিপয় লোক জমি তাদের দখলে নিয়ে যায়। বর্তমানে মসজিদের মুসল্লিরা মিলে দখলমুক্ত করে ঐ জায়গায় পাকা দোকান নির্মাণ করছে।

এ বিষয়ে সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাঈনুল হায়দার নিপু জানান, ওই জমিটা সরকারি ইউনিয়ন পরিষদের। আমরা বিল্ডিং নির্মাণের জন্য কাউকে অনুমতি দেইনি। পরিষদের কোনো অনুমতি না নিয়েই মসজিদ কমিটির লোকজন ওখানে পাকা দোকান নির্মাণ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, এ বিষয়ে এখনো আমাকে কেউ কিছু জানায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ