বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এখন পরীক্ষার হল খুঁজে পাবে সহজেই। বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা ‘হল ফাইন্ডার’ নামক একটি সফটওয়্যারের মাধ্যমে শুধুমাত্র রোল নম্বর ব্যবহার করে পরীক্ষার সিটের অবস্থান জানা যাবে। গুগল ম্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজ অবস্থান থেকে হলের দিকনির্দেশনাও পাবে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন।
বুধবার দুপুর ১২টায় বাকৃবির কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সভাকক্ষে এই সিস্টেমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রধান অধ্যাপক মুহাম্মদ মোস্তাগীজ বিল্ল্যাহ, অধ্যাপক ড. মো. রাকিব হাসান, এবং সহযোগী অধ্যাপক ড. মেছবাহ উদ্দিন।
এই উদ্ভাবনী প্রকল্পটি পরিচালনা করেন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থী—অনিক হাওলাদার (লেভেল-৩, সেমিস্টার-১), মুহাম্মদ ইশমামুল হক (লেভেল-২, সেমিস্টার-১) এবং মো. আসিফুজ্জামান (লেভেল-১, সেমিস্টার-২)। শিক্ষার্থীরা এমন একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার তৈরি করতে পেরে আনন্দিত এবং ভবিষ্যতে আরও নতুন প্রকল্পে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
অনিক হাওলাদার বলেন,‘বাকৃবিতে পরীক্ষার হলে সঠিক সময়ে পৌঁছানো অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আমাদের তৈরি এই সিস্টেম তাদের পরীক্ষার হলে পৌঁছাতে সহায়তা করবে, যা তাদের দুশ্চিন্তা কমাবে এবং সময় বাঁচাবে।’
মুহাম্মদ ইশমামুল হক বলেন, ‘প্রযুক্তির সঠিক ব্যবহার শিক্ষার্থীদের জীবনকে সহজতর করতে পারে। আমরা এই সিস্টেম তৈরি করে ভর্তি পরীক্ষার্থীদের জন্য একটি কার্যকর সমাধান দিতে পেরেছি, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’
মো. আসিফুজ্জামান বলেন, ‘আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য কাজ করতে পেরে খুবই খুশি। ভবিষ্যতে আমরা আরও এমন উদ্যোগ নিতে চাই যা সকলের উপকারে আসবে।’
সফটওয়্যারটি ব্যবহার করতে শিক্ষার্থীদেরকে এই লিংকে (https://bie.bau.edu.bd/ExamHall) প্রবেশ করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available