• ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১২:৫৬:৩৯ (22-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১২:৫৬:৩৯ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

৮ অক্টোবর ২০২৩ দুপুর ০২:৫৫:২৭

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একের পর এক ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২০০০ ছাড়িয়েছে, আহতের সংখ্যা ৫ হাজারের বেশি। ৮ অক্টোবর রোববার তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২ দশকের মধ্যে এটি দেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প।

৭ অক্টোবর শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এরপর আরও ৪ টি আফটারশক আঘাত হানে ঐ এলাকাটিতে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯।

আফগান তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল ওয়াহিদ রায়ান বার্তা সংস্থা এপিকে বলেন, হেরাতের ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রাথমিকভাবে পাওয়া তথ্যের চেয়ে অনেক বেশি হতে পারে। এসময় তিনি জরুরী সাহায্যের আবেদন জানিয়ে বলেন, হেরাতে ৬ টির বেশি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কয়েকশ লোক এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

ইরান সীমান্ত থেকে হেরাত প্রদেশের অবস্থান প্রায় ১২০ কিলোমিটার পূর্বে । আফগানিস্তানের সাংস্কৃতিক রাজধানী খ্যাত এ শহরে প্রায় ১৯ লাখ মানুষ বসবাস করে।

উল্লেখ্য, চলতি বছর জুনেও দেশটির পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারায় ১ হাজারের বেশি মানুষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
২১ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪২:৪১







সিলেটে ৩ কোটি ২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:৪০

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৫৫