• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৯:৫৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:২৯:৫৭ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহীতে দোকান লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

৩ আগস্ট ২০২৪ দুপুর ১২:০০:৪০

রাজশাহীতে দোকান লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর  দুটি দোকান জবরদখল করে লুটপাটের অভিযোগ উঠেছে। এনিয়ে ২ আগস্ট শুক্রবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ী।

লিখিত বক্তব্যে এনাম আহম্মেদ চৌধুরী (তিতাস) নামের ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ‘আমরা দীর্ঘ ৩৮ বছর যাবত,
রাজশাহী নিউ মার্কেট ইসলামিক ব্যাংক শাখার অপজিটে ফজলার সুপার মার্কেটে দোকান ঘর পজিশন ক্রয় করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। তবে বেশ কিছু দিন আগে ষষ্ঠীতলা জেলাপাড়া এলকার রাহাত, মেঘলা, শিমুল ও রাহাতের মা আমাদের কাছে  হঠাৎ চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা না দিলে দোকান দখল করার হুমকি-ধামকি দেন।’

‘চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৯ জুলাই রাত ১টার পর তারা দোকানের তালা ভেঙ্গে তাদের নিজস্ব তালা লাগিয়ে দেয় এবং ইট, খোয়া ও সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়। সকালে দোকানে গিয়ে এ অবস্থা দেখে বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করি। এ সময় কর্তব্যরত অফিসার বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এখন অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ২৪ জুলাই আবারও ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ দেওয়া হয়।’

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘সর্বশেষ ২ আগস্ট  সকালে দোকানের সামনে গিয়ে, দেখি অবৈধ দখলদাররা দুটি দোকানের সাটার, দেয়াল ও তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে গেছে। কোন অদৃশ্য শক্তির ইশারায় তারা একের পর এক অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিষয়টি আমরা বুঝতে পারছি না। তাদের চলমান এসব অপরাধ কর্মকাণ্ডের কারণে আমরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছি।’  

এসময় রাজশাহী মহাগর পুলিশ কমিশনারের কাছে দুটি দোকান উদ্ধার ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী অপর ব্যবসায়ী আহম্মেদ হোসেন মামুনসহ দোকান দুটির কর্মচারীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ