• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৩৭:৩০ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৩৭:৩০ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

তথ্য ও প্রযুক্তি

স্বাধীনতা দিবসে গুগলের শ্রদ্ধা নিবেদন

২৬ মার্চ ২০২৪ সকাল ১০:৩২:৪০

স্বাধীনতা দিবসে গুগলের শ্রদ্ধা নিবেদন

প্রযুক্তি প্রতিবেদক: বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস আজ ২৬ মার্চ। এ দিবসটি উদযাপন করতে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। গুগলের হোমপেজ বা সার্চে গেলেই চোখে পড়ছে- লাল সবুজের পতাকা, যেন পত-পত করে উড়ছে।

২৫ মার্চ সোমবার দিবাগত রাত ১২টা থেকেই মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ডুডলটি প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। বিশেষ এই ডুডল প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা ও দিবসটির শুভেচ্ছা জানাচ্ছে সার্চ ইঞ্জিনটি।

ওয়েবসাইট ভিজিট করতে গুগলে গেলে বা ইন্টারনেটে গুগল কিছু সার্চ দিতে গেলেই দেখতে পাবেন এই ডুডল। লাল-সবুজের পতাকার আদলে তৈরি ডুডলটি। এতে গুগলের নামের লোগোর পরিবর্তে শোভা পাচ্ছে বাংলাদেশের পতাকা।

নীল আকাশে ভেসে যাওয়া সাদা মেঘের ভেলার পটে লাল-সবুজের পতাকার ডুডলটির ওপর মাউস কারসর রাখলেই লেখা আসছে দেখা যাচ্ছে, বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৪। ডুডলে ক্লিক করলেই বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে শিরোনামের বিশেষ পেজে নিয়ে যাচ্ছে গুগল। সেখানে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস সংশ্লিষ্ট হাজারো পেজ-ওয়েবসাইট।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ কোনো দিন, বিখ্যাত কোনো ব্যক্তি বা আবিষ্কার নিয়ে প্রায়ই ডুডল তৈরি করে গুগল। বিশেষ বিষয়টির সঙ্গে সংগতি রেখে গুগল সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে দৃষ্টিনন্দন নকশার যে লোগোটি তৈরি করে, তাকেই বলে ডুডল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ