• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫০:১৪ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫০:১৪ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সংঘর্ষ ও অনুপ্রবেশকারী নিয়ে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

৩০ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:০৭:৪৭

সংঘর্ষ ও অনুপ্রবেশকারী নিয়ে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

কুমারখালী ( কুষ্টিয়া) প্রতিনিধি: আমরা ১৫ বছর ধরে হামলা মামলার শিকার হলাম। এখনও আদালতে মামলা চলছে। এখন আবার অনুপ্রবেশকারীদের নিয়ে আমাদেরই হামলা-ভাঙচুর করছে। আমি সঠিক বিচার চাই।

৩০ আগস্ট শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আক্ষেপ করে কথাগুলো বলছিলেন কুষ্টিয়ার মো. বায়োজিদ মন্ডল। তিনি কুমারখালীর শিলাইদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব।

শিলাইদহ বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন প্রজন্ম দলের সভাপতি কোরবান আলী বলেন, ফেসবুকে দেখা যাচ্ছে। প্রতিপক্ষরা বলছেন, আমি আওয়ামী লীগ করি। আমি ১৬ বছর ধরে বিএনপির সঙ্গে দল করি। আমি আওয়ামী লীগ নয়, বিএনপিকে ভালোবাসি। জন্মগত বিএনপি। ২৮ অক্টোবর প্রধান বিচারপতি বাস ভবনে হামলা মামলার আসামি হয়েছি তারপরও আমাকে আওয়ামী লীগের তকমা লাগিয়ে দিতে চেষ্টা করছে ১৬ বছর ধরে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা গ্রহণ করা পরিবারটি। এই বিএনপি করার কারণে আমার বাপ ২০০৬ সালে হত্যার শিকার হয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপির সম্প্রতি সমাবেশ উদযাপন হওয়া উপলক্ষ্যে ইউনিয়ন প্রজন্ম দলের সভাপতি কোরবান আলির নেতৃত্বে বুধবার একটি শোডাউন করেন কুমারখালী শিলাইদহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বায়োজিদ মন্ডল। তারা সন্ধ্যায় মাজগ্রাম চেয়ারম্যান মোড়ে পৌঁছালে শিলাইদহ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোতালেব হোসেনের সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত সাত জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সংঘর্ষের সময় বেশ কিছু বাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এদিকে ঘটনার তিন দিন পার হলেও থানায় লিখিত অভিযোগ বা মামলা করেননি কোনো পক্ষ। তবে দলে অনুপ্রবেশকারী ও হামলা নিয়ে একে অপরের বিরুদ্ধ পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন। একে অপরকে আওয়ামী লীগের অনুপ্রবেশকারী বানিয়ে বিভিন্ন মাধ্যমে বিষাদগার করছেন।

শিলাইদহ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি পদের দাবি করা মোতালেব হোসেন বলেন, আজাদ আলী, বায়োজিদ ও কোরবান এতোদিন আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন। সরকার বদল হওয়ায় সেদিন আওয়ামী লীগের লোকজনসহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। এতে তার পাঁচজন আহত হয়ে চিকিৎসাধীন। তিনি থানায় মামলা করবেন।

আর কুমারখালী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজাদ আলী বলেন, ওরা ( মোতালেব গ্রুপ) এতোদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন সুযোগ সুবিধা পদপদবি নিয়েছে। নবাব আলী আওয়ামী লীগ নেতাদের মিশে গিয়ে বাগিয়ে নিয়েছিল কুষ্টিয়া ইসলামীয়া কলেজের অধ্যক্ষের পদ। ১৬ বছরে কোন দিনই বিএনপির কোন কর্মসূচিতে তাদের পরিবারের অংশগ্রহণ করতে দেখা যায়নি। আবার এখন আওয়ামী লীগ দিয়ে বিএনপির ওপর হামলা চালিয়েছে। তবে তিনি সেদিন শোডাউন ও সংঘর্ষে ছিলেন না বলে দাবি করেছেন।

কুমারখালী থানা বিএনপির আহ্বায়ক মো. লুৎফর রহমান জানান, সাবেক এমপি মেহেদি রুমীর একটি অনুষ্ঠানকে কেন্দ্র বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছে। তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গুলাগুলির ঘটনাও ঘটেছে বলে তিনি জানান।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮