তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে আবারও শুরু হয়েছে এক নতুন অধ্যায়। ২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আগমন কলেজ প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তুলেছে। কলেজের বিভিন্ন স্থানে নবীনদের কোলাহল, নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা এবং প্রবীণ শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক ভাব বিনিময়ের দৃশ্য এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
২০ অক্টোবর রোববার তিতুমীর কলেজে দেখা মিলেছে এই দৃশ্য। শাহীদ বরকত মিলনায়তন থেকে শুরু করে মমুন চত্ত্বর, বেলায়েত চত্ত্বর, একাডেমিক চত্ত্বর পর্যন্ত ক্যাম্পাস যেন নবীনদের পদচারণায় মুখরিত।
নবীনদের বরণ করে নেয়া হয় নিজ নিজ বিভাগে। অনুষ্ঠানে শিক্ষকদের বক্তব্যের পর শুরু হয় নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা। নবীন বরণ শেষে পুরো ক্যাম্পাস জুড়েই ছড়িয়ে পড়ে এই উৎসবের আমেজ।
নবীনদের অভিজ্ঞতা এই নতুন পরিবেশে পা রাখা নবীন শিক্ষার্থীদের মুখে মিশে ছিল উত্তেজনা ও অনিশ্চয়তা। কুমিল্লা থেকে আসা প্রথম বর্ষের শিক্ষার্থী সাব্বির জানান, তিতুমীর কলেজের নাম অনেক শুনেছি, এখানে ভর্তি হতে পেরে খুবই ভালো লাগছে। ক্যাম্পাসে এসে বুঝতে পারছি, এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, একটি পরিবার। আমি নতুন বন্ধুদের সাথে পরিচিত হয়েছি এবং মনে হচ্ছে, আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো।
অন্যদিকে, রাজশাহী থেকে আগত শিক্ষার্থী সাব্বির বলেন, ঢাকায় প্রথমবারের মতো এসেছি। শহরের কোলাহল আমাকে একটু ভীত করেছিল। তবে তিতুমীর কলেজের পরিবেশ আমাকে শান্ত করেছে। এখানকার প্রবীণ শিক্ষার্থীরা যেভাবে আমাদের সহায়তা করছে, তাতে মনে হচ্ছে, আমরা এই পরিবারেরই অংশ।
প্রবীণ শিক্ষার্থীরাও নবীনদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিল। নবীনদের বিভিন্ন ক্লাসরুম, গ্রন্থাগার এবং অন্যান্য সুযোগ-সুবিধার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা নবীনদের পরামর্শ দেয় কীভাবে কলেজ জীবনকে উপভোগ করার পাশাপাশি পড়াশোনার প্রতি মনোযোগ দিতে হবে।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, আমি মনে করি, নবীনদের প্রথম কয়েকটি সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে তাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। তারা যেন সহজে মানিয়ে নিতে পারে এবং পড়াশোনায় সঠিকভাবে মনোযোগ দিতে পারে এটাই আমাদের চেষ্টা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available