• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৭:০৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৭:০৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে বিট অফিসে ভূমিদস্যুদের হামলা, আহত ৫

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:২১:৫১

কালিয়াকৈরে বিট অফিসে ভূমিদস্যুদের হামলা, আহত ৫

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের বিট কর্মকর্তার কার্যালয়ে হামলা চালিয়েছে ভূমিদস্যুরা। হামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার দিকে গাজীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জাথালিয়া বিট কর্মকর্তা মাসুম উদ্দিন, প্রহরী মোজাম্মেল হোসেন, এনামুল হক ও কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলাম। তাৎক্ষণিকভাবে আহত আর একজনের নাম জানা যায়নি।

বন বিভাগ জানায়, সরকার পতনের পর কাচিঘাটা রেঞ্জের বিভিন্ন এলাকায় বনের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে ভূমিদস্যুরা। অবৈধ এসব স্থাপনা নির্মাণে বাধা দেয়া ও মামলার প্রস্তুতি নেয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার জের ধরে বুধবার জাথালিয়া এলাকায় একটি স্থাপনা উচ্ছেদ শেষে অফিসে গেলে মুহূর্তেই হামলা চালায় ভূমিদস্যুরা। এসময় তাদের এলোপাতাড়ি মারধরে দুজন বিট কর্মকর্তা ও তিনজন প্রহরী গুরুতর আহত হয়। খবর পেয়ে অন্যান্য বিটের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, আমরা খবর পেয়েছি পার্শ্ববর্তী বিটে হামলা হয়েছে। তবে সেখানে আমরা লোকজনসহ গিয়ে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। মূলত তারা একটি স্থাপনা উচ্ছেদ করতে গিয়েছিল। উচ্ছেদ শেষে অফিসে আসলে তাদের উপর ভূমিদস্যুরা হামলা চালায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







শীতে চুল ও দাড়ির যত্ন নিবেন যেভাবে
২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১০:১৮