• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ দুপুর ১২:২১:১২ (03-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে পৌষ ১৪৩১ দুপুর ১২:২১:১২ (03-Jan-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভাঙ্গুড়ায় খেক শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩

৩১ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫২:০৯

ভাঙ্গুড়ায় খেক শিয়ালের কামড়ে নারীসহ আহত ৩

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় প্রকাশ্য দিবালোকে শিয়ালের কামড়ে এক মহিলাসহ তিনজন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭টায় পৌর সদরের কুমড়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রেনু খাতুন (৬০), শাজাহান আলী (৫০) ও জব্বার আলী (৪০)। আহত দুইজন সারুটিয়া ও একজন কুমড়াডাঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা তিনজনই কয়েক মিনিটের ব্যবধানে ওই মাঠের মধ্য দিয়ে রাস্তা ধরে গন্তব্যে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে আহত বৃদ্ধা রেনু খাতুন নিজ বাড়ি সারুটিয়া থেকে কুমড়াডাঙ্গা মাঠের মধ্য দিয়ে বোনের বাড়ি যাবার সময় হঠাৎ করে পেছন দিক থেকে শৃগাল এসে পায়ে কামড়ে ধরে। এ সময় তার চিৎকার চেঁচামেচিতে শুরু করেন। এদিকে শৃগালের কামড়ে ধরে রাখলে অতিষ্ঠ হয়ে তিনি নিজেই কিল ঘুসি দিয়ে আঘাত করার পর শিয়াল তাকে ছেড়ে দিয়ে চলে যায় । তার পায়ের মাংস বের হয়ে রক্তাক্ত অবস্থার সৃষ্টি হয়।

একই রাস্তা দিয়ে কিছুক্ষণ পর তার প্রতিবেশী কৃষক শাজাহান আলী ও শ্রমিক জব্বার আলী বাজার যাওয়ার সময় আবারও দুজনকে কামড়ে আহত করে। ঘটনার পর পরই স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া করে ওই শিয়ালকে পিটিয়ে মেরেছে। ঘটনার পর থেকে ওই এলাকায় শিয়াল কামড়ানোর আতঙ্কে করার বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিয়ালটি গত কয়েক দিন যাবত দিনের বেলাতে বাড়ির লোকজনের মধ্যে ঘোরাঘুরি করছিল।

শৃগালের কামড়ে গুরুতর আহত বৃদ্ধা রেনু খাতুনের ছেলে কাওসার আলী জানান, শৃগাল কামড়ে তার মায়ের পায়ের পেছনের মাংস তুলে ফেলেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে প্রতিকার হিসেবে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহণ করতে বলেছেন। এরই মধ্যে একটি ভ্যাকসিন প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জলাতঙ্ক রোগের কোনো ভ্যাকসিন নেই তাই বাহিরের দোকান থেকেই কিনে দিতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে জলাতঙ্ক রোগের কোন ভ্যাকসিনের সরবরাহ নেই। সে কারণে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বাহির থেকে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নাঙ্গলকোটে পিস্তলসহ সন্ত্রাসী আটক
৩ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৩:০৫