• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:২৯:১৯ (27-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ দুপুর ০২:২৯:১৯ (27-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কর্মচারীর গায়ে হাত তোলাসহ নানা অভিযোগে ইউএনওকে অপসারণ

২৭ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৩৯:৫২

কর্মচারীর গায়ে হাত তোলাসহ নানা অভিযোগে ইউএনওকে অপসারণ

পঞ্চগড় প্রতিনিধি: কর্মচারীর গায়ে হাত তোলাসহ নানা অভিযোগের ভিত্তিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকতাকে (ইউএনও)’ অপসারণ করা হয়েছে। এর আগে জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে একটি আবেদন করেন ছাত্র ও জনতার পক্ষে ছাত্র প্রতিনিধি হয়রত আলী।

২৬ ফেব্রুয়ারি বুধবার ছাত্র ও জনতার পক্ষে ছাত্র প্রতিনিধি হয়রত আলীর স্বাক্ষরিত একটি আবেদন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

লিখিত অবেদন সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি জনসাধারণ ও অন্যান্য কর্মচারীর সাথে অশালীন ব্যবহার করেন, এমনকি তিনি কর্মচারীর গায়ে হাত তুলেন। তাছাড়া, ইউএনও একজন মাদকাসক্ত ব্যক্তি।

এর আগেও একাধিক বার ইউএনও ফজলে রাব্বির বিরুদ্ধে অভিযোগ এনে ৪ নং শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান ফেইসবুকে লাইভে অভিযোগ করেন। এরপর তেঁতুলিয়ার ছাত্র সমন্বয়ক হয়রত আলী ফেইসবুকে ফজলে রাব্বিকে অপসারণের দাবি করেন।

গত ২৫ ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলার ছাত্রনেতা হামিদুল হাসান লাবুর নেতৃত্বে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় হামিদুল হাসান লাবু বলেন, অভিযুক্ত ইউএনও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অশালীন আচরণ করেন। পথসভায় ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও অপসারণের দাবি জানানো হয়।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, আবেদনের প্রেক্ষিতে ইউএনওকে অপসারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ