মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর চরগোয়ালগ্রামে কবরস্থানের প্রধান ফটক ভাঙ্গা নিয়ে সৃষ্ট সংঘর্ষে পল্লী চিকিৎসক হৃদয় হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিহত হৃদয়ের পিতা শাহাদত হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০/২৫ জনের নামে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক ইউপি সদস্য মিলন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল জানান, আর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া রামনগর ও চরগোয়াল গ্রামে পুলিশ টহল জোরদার করা হয়েছে। ইতোমধ্যে নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, মামলায় মিলন নামের একজন এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ছেলে এসএসসি পরীক্ষার্থী সামিউল্লাহ ট্রাক্টর চালিয়ে চরগোয়াল গ্রামে যায়। সে অদক্ষ হওয়ার কারণে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের প্রধান ফটকের আংশিক ভেঙ্গে ফেলে। এ ঘটনায় উভয় পক্ষ রামনগর বাজারে সংঘর্ষ জড়িয়ে হতাহতের ঘটনা ঘটে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available