পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৭ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
২৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ছয়টায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ সীমান্তের ৭৩০ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ৭ জনকে হস্তান্তর করে বিএসএফ।
পরে রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কাশিমগঞ্জ বিওপির সদস্যরা তাঁদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ওই ৭জনের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (বৃহস্পতিবার) তাঁদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ওই ৭ বাংলাদেশি গত মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ সীমান্তের ৭৩০ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাবপিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে ভারতে যাচ্ছিলেন। তখন বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের উত্তর বোয়ালিয়া এলাকার বাসিন্দা হরেন বর্মণ (৪০), তাঁর স্ত্রী মমতা রানী (৩৫), বড় ছেলে অজয় কুমার বর্মণ (২১), ছোট ছেলে (১৭), দেবগঞ্জ এলাকার বাসিন্দা শুশান্ত রায় (২২), গড়েয়া এলাকার আশীষ রায় (১৮) এবং আখানগর এলাকার এক কিশোর (১৭)।
গতকাল বুধবার রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ সীমান্তের ৭৩০ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাবপিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পার হয়ে সীমান্তে কাঁটাতারের বেড়াবিহীন এলাকা দিয়ে একজন নারীসহ সাত বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছিলেন। এ সময় ভারতের ১৮ বিএসএফ ব্যাটালিয়নের বানেশ্বরজোত ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন। পরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের আটকের সংবাদ পাওয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যা ছয়টায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির মুঠোফোনে বলেন, ৭ বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে (পাসপোর্ট আইনে) একটি মামলা করেছে বিজিবি। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available