দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে আজাদ নামে এক ব্যবসায়ীকে তার দোকানে ঢুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ফিরোজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতখান বাজারের দক্ষিণ মাতায় এ ঘটনা ঘটে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ফিরোজ ধারালো অস্ত্র নিয়ে আজাদ খলিফার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে উপর্যুপরি কোপাতে থাকে। এসময় তার চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আজাদ জানান, দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মাতাব্বর বাড়ির ফিরোজের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। এর জেরেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে।
এ বিষয় অভিযুক্ত ফিরোজ জানান, আজাদ তার পাওনা জমি তাকে বুঝিয়ে দেয়নি এবং তার ওপর অনেক জুলুম। ফিরোজ ওই ওয়ার্ডের মৃত বজলুর রহমানের ছেলে।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available