• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ রাত ০৯:১৩:৩০ (27-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ রাত ০৯:১৩:৩০ (27-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

২৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩৬:১৫

রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে খাদ্যাভাবে লোকালয়ে হানা দেওয়া বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম উসচিং মারমা (৪৫)। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃতু ক্যাও মারমার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় ক্ষেত কামারে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উসাচিংকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া এলাকায় তাদের কলা বাগানের কাজ চলছে। সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নং ওয়ার্ডের সদস্য লামুচিং মারমা বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল প্রায় সময় লোকালয়ে নেমে আসছে। বৃহস্পতিবার সকালে বন্য হাতির দল কলাগাছ খেতে আসলে হাতিরদলের সামনে পড়ে গেলে তাকে পা দিয়ে পিষ্ট করে বন্যহাতি। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পঞ্চগড়ে কোরআনের ২ হাফেজাকে রাজকীয় বিদায়
২৭ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:২৭:২৮