চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাণিজ্যের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চলমান কমিটিতে থাকা একজন ছাত্রকে গভীর নলকূপের অপারেটর নিয়োগের প্রতিবাদে এবং নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ইংলিশের কৃষক বৃন্দ।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার দাইপুকুরিয়া নরসিংহপুর গভীর নলকূপ সংলগ্ন কৃষি জমিতে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে ইংলিশের কৃষক বৃন্দ বলেন, খুনি হাসিনা চলে যাওয়ার পরেও তার দোসররা এখনো বিভিন্ন সেক্টরে বহাল আছে। যার প্রেক্ষিতে বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষ ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চলমান কমিটিতে থাকা সক্রিয় কর্মী মো. নাইম ইসলামকে গভীর নলকূপের অপারেটর নিয়োগ প্রদান করা হয়। এই সন্ত্রাসী সংগঠনের সক্রিয় কর্মী এর পূর্বেও ছিল তার দ্বারা কৃষকরা জিম্মি ছিল। মাঝেমধ্যে কৃষকের ওপর সে হামলা করতো, বরাবরই সে কৃষকদের সাথে খারাপ ব্যবহার করেছে। ঠিকমতো জমিতে পানি সরবরাহ করা হতো না। কৃষকরা তা বলতে গেলে কৃষকদের উপর হামলা করা হতো।
কৃষকরা আরও বলেন, এ ফ্যাসিস্ট হাসিনার দোসর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এ কর্মী যদি গভীর নলকূপ অপারেটরের দায়িত্বে থাকে তাহলে সে বরাবরের মতই কৃষকদের ক্ষতি সাধিত করবে। কৃষকদের জিম্মি করে ক্ষমতার বলে কৃষকদের ফসলের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। কর্তৃপক্ষের কাছে ফ্যাসিস্ট হাসিনার দোসর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মী নাইম ইসলামের গভীর নলকূপ অপারেটর নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি বলেও জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available