• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ রাত ০৯:২৩:২৫ (27-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ রাত ০৯:২৩:২৫ (27-Feb-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে সড়কে গাছ ফেলে বাস ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেফতার

২৭ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:৫২

টাঙ্গাইলে সড়কে গাছ ফেলে বাস ডাকাতির ঘটনায় ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের চারটি বাসে ডাকাতির ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

২৭ ফেব্রুয়ারি বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা নগদ অর্থ ও মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো- টাঙ্গাইলের ঘাটাইলের আব্দুল খালেকের ছেলে আয়নাল হক (৪১), মিন্নত আলীর ছেলে মো. ফজলু, বছির উদ্দিনের ছেলে আয়নাল হক (৩৭) ও  আরফান আলীর ছেলে নাসির (৩৫) । তাদের দেয়া তথ্যমতে অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মিজানুর রহমান।

গত ২৫ ফেব্রুয়ারি ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইলের মালিরচালা এলাকায় সড়কে গজারি গাছ ফেলে অবরোধ করে শিক্ষাসফরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া চারটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তারা প্রায় অর্ধ লক্ষ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে নেয়।

জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের চারটি বাস শিক্ষাসফরের উদ্দেশ্যে নাটোরে যাচ্ছিলেন। পথে সাগরদিঘী-ঘাটাইল সড়কে গজারি গাছ ফেলে তাদের বাস আটকায় একদল সশস্ত্র ডাকাত। গাছ ফেলে সড়ক অবরোধ করে বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এব্যপারে ঘাটাইল থানায় মামলা দায়ের করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







পঞ্চগড়ে কোরআনের ২ হাফেজাকে রাজকীয় বিদায়
২৭ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:২৭:২৮