• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:১৬:৪৭ (27-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:১৬:৪৭ (27-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের থ্রি’কে ম্যারাথন অনুষ্ঠিত

২৭ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০৭:৪৪

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের থ্রি’কে ম্যারাথন অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের ফিটসোমেনিয়া থ্রি'কে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ম্যারাথন অনুষ্ঠিত হয়। এস্পেয়ার বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকেরা জানান, তাদের প্রধান লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার মনোভাব জাগ্রত করা। এই ম্যারাথন শুধু একটি শারীরিক প্রতিযোগিতা নয়, বরং একটি সামাজিক উদ্যোগ ছিল, যা সমাজের প্রতি সকলের কর্তব্যবোধ এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন।

এস্পেয়ার বাংলাদেশের সাধারণ সম্পাদক রাহাত হোসেন বলেন, অনুষ্ঠিত ম্যারাথনটি একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে পরিণত হয়েছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দৌড়বিদ, স্বেচ্ছাসেবক, সহকর্মী এবং আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করি, আগামী বছরও হাবিপ্রবিতে এই ম্যারাথন আরও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে, যাতে আরো বেশি সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করতে পারেন এবং একে একে সবাইকে স্বাস্থ্যসম্মত জীবনধারার প্রতি উৎসাহিত করতে পারি।

ম্যারাথন শেষে বিজয়ী এবং প্রথম ৫০ জনকে মেডেল এবং সকল প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতখানে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
২৭ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:০৮:০৪




সীমান্তে আটক ৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
২৭ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৩৭:৫৯