• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ রাত ১০:১৩:৫২ (27-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ রাত ১০:১৩:৫২ (27-Feb-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডিআইইউতে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির মানববন্ধন

২৭ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০৫:৩৮

ডিআইইউতে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির মানববন্ধন

ডিআইইউ প্রতিনিধি: সারাদেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও আইনশৃঙ্খলা অবনতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন গাইবান্ধা জেলা ছাত্র সমিতি। এতে অংশ নেয় শিক্ষাপ্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। ডিআইইউর নতুন ক্যাম্পাসের সামনে সারাদেশে ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি রেদওয়ানুল হাসান সিজান এবং সাধারণত সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ছাত্র সমিতির সভাপতি রেদওয়ানুল হাসান সিজান। তিনি বলেন, খবরের কাগজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন আমরা ধর্ষণ, চুরি, ডাকাতির খবর পাচ্ছি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন। আমরা এই মুহূর্তে ধর্ষক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সোচ্চার না হলে, ভবিষ্যতে তারা আরও প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হবে। 

সংগঠনের উপদেষ্টা সৌরভ মিয়া বলেন, নারীদের আমরা নিরাপত্তা দিতে না পারলে, পুরুষ হিসেবে আমাদের লজ্জা। যে পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, তার কোনো জাত নেই, বিচার নেই। তার একমাত্র শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে মৃত্যুদণ্ড। বাংলাদেশে অনেক আইন রয়েছে, কিন্তু তার বাস্তবায়ন দেখি না—এটাই আমাদের হতাশ করে। 

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী রাকিবুল হাসান চাঁদ বলেন, জেলখানায় ধর্ষকের থাকার জায়গা টয়লেট। তেমনি আমাদের মনেও এই চিন্তা গেঁথে নিতে হবে। আমার ভাই, আমার বন্ধু—যারা ধর্ষক, তাদের প্রতিহত করুন। ধর্ষকদের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না।  

আরেক শিক্ষার্থী নুরি আক্তার লিছা বলেন,  নারীরা কোথায় গেলে নিরাপদ? যেখানে ঘরের ভেতর মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ করা হয়েছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে! নারীরা মৃত্যুবরণ করলেও রেহাই পাচ্ছে না, মৃত লাশ পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে! শুধু আইন থাকলে হবে না, তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। 

কর্মসূচি থেকে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও ডাকাতি-ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। নতুন ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







পঞ্চগড়ে কোরআনের ২ হাফেজাকে রাজকীয় বিদায়
২৭ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:২৭:২৮