স্টাফ রিপোর্টার, সিলেট: বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক গঠিত এডিএমসির নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সিলেটের নর্থ ইস্ট নার্সিং কলেজ পাঁচ তারকা স্বীকৃতি অর্জন করেছে। গত ১৬ ফেব্রুয়ারি এডিএমসি সকল তথ্য উপাত্ত যাচাইবাছাই করে আগামী ৫ বছরের জন্য নর্থ ইস্ট নার্সিং কলেজকে এই স্বীকৃতি প্রদান করে।
এমন স্বীকৃতি প্রাপ্তির বিষয়টি নিয়ে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে কলেজ কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পাঁচ তারকা স্বীকৃতি অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের পরিচালক ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
এ সময় তিনি বলেন, এ স্বীকৃতির ফলে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে এসে নার্সিং পড়তে আগ্রহী হবে। এই অর্জনে অত্র প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে স্বীকৃতিসহ অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের দেশে এবং দেশের বাইরে ব্যাপক সুযোগ-সুবিধা বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজল মিয়া বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের স্বীকৃতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি গ্রহণ করে পর্যায়ক্রমে নর্থ ইস্ট নার্সিং কলেজ এই পর্যন্ত ৭টি গুরুত্বপূর্ণ নার্সিং কোর্স পরিচালনা করে আসছে। যা নার্সিং শিক্ষাকে আধুনিক ও বৈশ্বিক মানের সাথে সংযুক্ত করেছে।
তিনি বলেন, সিলেট বিভাগে এই প্রথম নর্থ ইস্ট নার্সিং কলেজ এমএসসি ইন নার্সিং কোর্স চালু করেছে। ২০২০ সালে এমএসসি ইন নার্সিং কোর্সের যাত্রা শুরু হয় এবং এ পর্যন্ত একমাত্র নর্থ ইস্ট নার্সিং কলেজই এমএসসি ইন নার্সিং কোর্স পরিচালনা করে যাচ্ছে। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি কারণে মাস্টার্স পর্যায়ে কোর্সটি চালু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মূসা, অধ্যাপক এম এ কাইয়ুম, নর্থ ইস্ট মেডিকেল কলেজের পরিচালক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ এফ এম নাজমুল ইসলাম, নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গুলবদনসহ সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available