• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৩:৫৭ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৩:৫৭ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল ভারতীয় তিন ট্রাক রড

২৩ জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭:৪৩

আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল ভারতীয় তিন ট্রাক রড

মোহাম্মদ আবির, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ভারত ও বাংলাদেশের মধ্যকার নৌ প্রটোকল চুক্তির আওতায় কলকাতা থেকে আসা ৯৫৮ টন রড আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহন করা হচ্ছে ত্রিপুরার আগরতলায়।

২৩ জানুয়ারি সোমবার দুপুরে প্রথম চালানে তিনটি ট্রাকে করে প্রায় ৭৮ টন রড আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল এ পণ্যর খালাস সংক্রান্ত কাজ করছে।

জানা যায়, ‘এমভি বোলকার’ নামে একটি জাহাজ গত ৭ জানুয়ারি কলকাতার হলদিয়া বন্দর থেকে ৯৫৮ টন রড নিয়ে যাত্রা করে। রডগুলো আশুগঞ্জ নদীবন্দরে গত শনিবার সন্ধ্যায় নোঙর করে। সেখান থেকে সোমবার সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় প্রথম চালানে তিনটি ট্রাক প্রবেশ করে।

এ বিষয়ে আদনান ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আক্তার হোসেন জানান ত্রিপুরার আগরতলার ‘মেসার্স এস এম কর্পোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানের জন্য ৯৫৮ টন রড নেওয়া হচ্ছে, প্রথম চালানে তিনটি ট্রাকে করে প্রায় ৭৮ টন রড আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গিয়েছে,কয়েক ধাপে রডগুলো আগরতলায় পাঠানো হবে।  

আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট সামাউল ইসলাম জানান, রড বোঝাই ট্রাক থেকে প্রবেশ ফি আদায় করা হবে। সোমবার দুপুরে বন্দরের ফি আদায় করে তিনটি ট্রাকে প্রায় ৭৮ টন রড আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলায় পৌঁছায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








হরিরামপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা
২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৩২


রামগঞ্জে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন
২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২৩:৫৪