• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:০৮ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:০৮ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

৬ জানুয়ারী ২০২৩ বিকাল ০৪:৪৬:৩৬

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিনোদন প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারও দেশের চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

প্রতি বছর ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হলেও এই বছর ২৭ ক্যাটাগরিতে দেয়া হবে ৩৪টি পুরস্কার। ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ ক্যাটাগরিতে যোগ্যৎ প্রার্থী না পাওয়ায় এটি এবছর দেয়া হচ্ছে না।

সম্প্রতি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত তালিকার অনুমোদন দিয়েছে।

দেশের চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় যৌথভাবে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী ডলি জহুর।

শ্রেষ্ঠ চলচ্চিত্র : লাল মোরগের ঝুঁটি ও নোনাজলের কাব্য।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)।

শ্রেষ্ঠ অভিনেতা : যৌথভাবে মো. সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল)।
শ্রেষ্ঠ অভিনেত্রী : যৌথভাবে আজমেরী হক বাঁধন (রেহানা মরিয়ম নূর) ও তাসনোভা তামান্না (নোনাজলের কাব্য)।

শ্রেষ্ঠ অভিনেতা : পার্শ্ব চরিত্রে এম ফজলুর রহমান বাবু (নোনাজলের কাব্য)। 
শ্রেষ্ঠ অভিনেত্রী : পার্শ্ব চরিত্রে শম্পা রেজা (পদ্মপুরাণ)।
শ্রেষ্ঠ অভিনেতা : খল চরিত্রে মো. আবদুল মান্নান জয়রাজ (লাল মোরগের ঝুঁটি)।

শ্রেষ্ঠ অভিনেতা (কৌতুক চরিত্র) :  প্রভাষ কুমার ভট্টাচার্য্য মিলন (মৃধা বনাম মৃধা)।
শ্রেষ্ঠ শিশুশিল্পী : আফিয়া তাবাসসুম (রেহানা মরিয়ম নূর)।
শিশুশিল্পী শাখায় (বিশেষ) : পুরস্কার জান্নাতুল মাওয়া ঝিলিক (যা হারিয়ে যায়)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক : সুজেয় শ্যাম (যৈবতী কন্যার মন)।
শ্রেষ্ঠ গায়ক : কে. এম. আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মপুরাণ)।
শ্রেষ্ঠ গায়িকা : চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মপুরাণ)।

শ্রেষ্ঠ গীতিকার : প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)।
শ্রেষ্ঠ সুরকার : সুজেয় শ্যাম (অন্তরে অন্তর জ্বালা-যৈবতী কন্যার মন)।

শ্রেষ্ঠ কাহিনিকার : রেজওয়ান শাহরিয়ার সুমিত (নোনাজলের কাব্য)।
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার : নূরুল আলম আতিক (লাল মোরগের ঝুঁটি)।
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : তৌকীর আহমেদ (স্ফুলিঙ্গ)।

শ্রেষ্ঠ সম্পাদক : সামির আহমেদ (লাল মোরগের ঝুঁটি)।
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : শিহাব নূরুন নবী (নোনাজলের কাব্য)।
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (দলগত) : সৈয়দ কাশেফ শাহবাজি, সুমন কুমার সরকার, মাজহারুল ইসলাম রাজু (লাল মোরগের ঝুঁটি)।
শ্রেষ্ঠ শব্দগ্রাহক : শৈব তালুকদার (রেহানা মরিয়ম নূর)।
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : ইদিলা কাছরিন ফরিদ (নোনাজলের কাব্য)। 
শ্রেষ্ঠ মেক-আপম্যান (দলগত) : মো. ফারুখ, মো. ফরহাদ রেজা মিলন (লাল মোরগের ঝুঁটি)।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : আকা রেজা গালিব (ধর)।
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : কাওসার চৌধুরী (বধ্যভূমিতে একদিন)।

জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য গত ১৬ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২১ সালের মুক্তিপ্রাপ্ত ২১টি পূর্ণদের্ঘ্য, ১৭টি স্বল্পদৈর্ঘ্য ও ৭টি প্রামাণ্য চলচ্চিত্রসহ মোট ৪৫টি চলচ্চিত্র জমা পড়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জবিতে আসন বাড়ল ৫০টি
২৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:০৬:২৫

রংপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
২৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৪০:৩৮