• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ১২:৫৫:০৯ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ১২:৫৫:০৯ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আর নেই

২১ জানুয়ারী ২০২৩ দুপুর ০২:৪৪:৪২

গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আর নেই

বিনোদন ডেস্ক : আশি-নব্বই দশকের অন্যতম গীতিকবি এবং গীতিকবি সংঘ বাংলাদেশের উপদেষ্টা সৈয়দ আশেক মাহমুদ আর নেই। ২১ জানুয়ারি শনিবার ভোরে তিনি মারা গেছেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে আরেক নন্দিত গীতিকবি কবির বকুল বলেন, প্রণব ঘোষের সুরে প্রিয় শিল্পী তপন চৌধুরীর গাওয়া ‘আমি সবকিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারব না’ গানের গীতিকবি সৈয়দ আশেক মাহমুদ আজ ভোরবেলা আমাদের ছেড়ে চলে গেছেন।

তিনি জানান, আজ বাদ আসর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত সৈয়দ আশেক মাহমুদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে গীতিকবি সংঘ বাংলাদেশের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল স্তব্ধ এবং শোকাহত হয়ে আছি খবরটি শোনার পর। তিনি গীতিকবি সংঘের সম্মানিত উপদেষ্টা, আমাদের সংগঠনের অন্যতম বটবৃক্ষ হয়ে ছিলেন। গীতিকবি সংঘের পক্ষ থেকে আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

সৈয়দ আশেক মাহমুদের লেখা আরও কিছু গান হলো- রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা দূরন্ত’। গানগুলোর সুরকার প্রণব ঘোষ। এছাড়া রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক গুণী ও জনপ্রিয় শিল্পীর জন্য গান লিখেছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নোয়াখালীতে এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৯:২০

নওগাঁয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০১:৪৫