• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৫:৫৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:২৫:৫৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

বছরের শেষ দিনেও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

৩১ ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:৩২:৫৪

বছরের শেষ দিনেও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

বছরের শেষ দিনেও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর অসংখ্যবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। বছরের শেষ দিনেও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো তারা। ওই দিন জাপান সাগরে নতুন করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।

৩১ ডিসেম্বর শনিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল ৮টার একটু পর প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ৮টা ১৪ মিনিটে দ্বিতীয়টি। এর এক মিনিট পরই তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

রাজধানী পিয়ংইয়ং থেকে সবগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এগুলো প্রায় ১০০ কিলোমিটার উপরে ওঠে এবং ৩৫০ কিলোমিটার পর্যন্ত উড়ে যায়।

ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরে আছড়ে পড়ে। কিন্তু এগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের বাইরে ছিল। বিশেষ অর্থনৈতিক জোনটি জাপানের উপকূল থেকে ৩৭০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রের পথের আশপাশে থাকা বিমান ও জাহাজে সতর্কতা সংকেত পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনার তথ্য পাওয়া যায়নি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাসহ বিভিন্ন কর্মকাণ্ড জাপান ও এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলছে। এছাড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশনেরও পরিপন্থি।’

উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টির ওপর নজর রাখছে তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালাইয়ে ৪ জুয়াড়ি গ্রেফতার
২০ এপ্রিল ২০২৪ সকাল ০৮:২৪:৫০