• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৪:৫২ (24-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:০৪:৫২ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্যের অনুষঙ্গ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

৬ জানুয়ারী ২০২৩ দুপুর ১২:২৩:৫৬

রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্যের অনুষঙ্গ: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রস উৎসব

নিজস্ব প্রতিবেদক : রস উৎসবকে দেশের গ্রামীণ ঐতিহ্যের অনুষঙ্গ হিসেবে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি বলেছেন, রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। ইট-পাথরের শহরে ‌‘রঙ্গে ভরা বঙ্গ’ এ গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে। সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

৬ জানুয়ারি শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘রঙ্গে ভরা বঙ্গ’ আয়োজিত '১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯’ প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, যান্ত্রিকতার এ নগরীতে এখন খেজুর রসেও ভেজাল দেখা দিয়েছে। তাছাড়া কাঁচা খেজুর রস খাওয়ার মাধ্যমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটছে। সে বিষয়েও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, লোকগবেষক ইমরান উজ জামান লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন জেনে আমি আনন্দিত।

এ সময় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার গবেষণা কাজে সর্বাত্মক পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন।

‘রঙ্গে ভরা বঙ্গ’-এর সভাপতি অধ্যাপক হায়াৎ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ ও ইউডা চারুকলা অনুষদের অধ্যাপক আলাউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

প্রবন্ধ পাঠ করেন ১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯ এর আহ্বায়ক ডা. শওকত আরা হায়দার।

এসময় হস্তশিল্পে পাবনার চাটমোহরের হস্তশিল্পী কৃষ্ণা বেত এবং লোক পরিবেশনায় টাঙ্গাইলের ভূঞাপুরের পাঁচঠিকরির ফটিক শেখের ভাসান গানের দলকে লোকশিল্পী সম্মাননা ১৪২৯ প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ