• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৩৪:১১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৩৪:১১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

মেট্রোরেলে যত্নের সঙ্গে চলাচল করতে হবে: প্রধানমন্ত্রী

৯ জানুয়ারী ২০২৩ দুপুর ০২:২৫:৫৬

মেট্রোরেলে যত্নের সঙ্গে চলাচল করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলকে রাষ্ট্রীয় সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে। রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে।

৯ জানুয়ারি সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা কাজে বাধা দেয়া দেশের কিছু মানুষের চরিত্র শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল।

রাজধানীর বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে ৷

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে মেট্রোরেল উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেলের পুরো কাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
১৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫১