পল্লী বিদ্যুতের খুঁটির কারনে ভোগান্তিতে মানুষ
নরসিংদী শহরতলী ভাগদী এলাকায় সড়কের মাঝে দাঁড়িয়ে পল্লী বিদ্যুতের খুঁটি। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহন চালক ও পথচারীদের। স্থানীয়রা জানান, রাস্তা হওয়ার পর ৪ থেকে ৫ বছর ধরে খুঁটিঁটি এভাবেই দাড়িয়ে রয়েছে। ফলে বিভিন্ন সময় গাড়িচালক থেকে শুরু করে পথচারীদের পড়তে হয় দুর্ভোগে। মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনাও। সড়কের উপর থেকে খুঁটি স্থানান্তরে স্থানীয়দের জোর দাবি থাকলেও টনক নড়েনি পল্লী বিদ্যুৎ সমিতির।