ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নিহতের সংখ্যা বেড়ে ১৪১
ভারতের গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে।রোববার সন্ধ্যায় গুজরাটের মোরবি শহরের মাচ্চু নদীর ওপর নির্মিত শতবর্ষী ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা কয়েকশ’ মানুষ নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪০ বলে জানানো হয়। পরে রাতেই তা সংশোধন করে ৯১ বলে প্রকাশ করা হয়। আর সকালে নিহতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে বলে জানান কর্মকর্তারা। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের উদ্ধারে চলছে অভিযান। নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। মেরামতের জন্য ছয়মাস বন্ধ থাকার পর গেল ২৬ অক্টোবর সেতুটি পুনরায় পারাপারের জন্য খুলে দেয়া হয়।