আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ
ব্রিসবেনে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার টুয়েলভের ম্যাচে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ।ইনিংসের শুরুতেই বাংলাদেশী বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। ৩৫ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা। শিন উইলিয়ামস একাই লড়াই করে গেছেন। এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫০ রান করে বাংলাদেশ। ওপেনার শান্ত সর্বোচ্চ ৭১ রান করেন। এছাড়া আফিফ ২৯ আর সাকিব করেন ২৩ রান। জিম্বাবুয়ের নাগারাভা ও মুজারাবানি উভয়েই দুটি করে উইকেট পান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৬ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।