রঙিন আভা
প্রাতঃকালে কিরণ এসে ঘুম ভাঙালো আজ বহির্দেশে চেয়ে দেখি প্রকৃতির নব সাজ।শিশির কণা ঘাসের মাঝেবিন্দু বিন্দু পড়ে,সোনালি রোদ আবেশ মেখেআসে মনের ঘরে।বাগ বাগিচায় ফোটে পুষ্পগাইছে গান পাখি,অপরূপ এই দৃশ্য দেখেজুড়িয়ে যায় আঁখি।গাছে গাছে কেয়া কদম ঝিলে শাপলা ফুলঝিঙেফুল আর কলমিলতায়মনটা করে আকুল।আকাশজুড়ে শুভ্র মেঘে ঝিকিমিকি ভাসেদুখ ভুলানো পবন এসে সুখের জোয়ার হাসে।হঠাৎ দেখি আকাশ পানেরংধনু যায় দেখা,প্রাণচঞ্চল হয় তনু মনেমর্মে আঁকে রেখা।আভা ফুটে ওঠে অন্তরখুশির দ্যুতি ভরে,মনের আকাশজুড়ে অনেকরঙিন স্বপ্ন গড়ে।