• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৩:১৭:১৬ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ বিকাল ০৩:১৭:১৬ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে বিজয়ের পূর্ণতা লাভ করেছিলো: হারুন উর রশিদ

১০ জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:১৩:৪১

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে বিজয়ের পূর্ণতা লাভ করেছিলো: হারুন উর রশিদ

বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুন উর রশিদ সিআইপি

নিজস্ব প্রতিবেদক :  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষ বিজয়ের পূর্ণতা লাভ করেছিলো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুন উর রশিদ সিআইপি।  

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি।

এর আগে, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুন উর রশিদ সিআইপির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুন উর রশিদ বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। সেই যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পরে আজকে এই দিনে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন।

তিনি বলেন, জাতির জনকের দেশে ফেরার মাধ্যমে শুধু মানুষ নয়, প্রাণ ফিরে পেয়েছিলো দেশের আকাশ-বাতাস।

জাতির জনকের যুদ্ধবিধস্ত দেশ গড়ার স্বপ্ন ঘাতকরা বাস্তবায়ন করতে দেয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন এই বীর মুক্তিযোদ্ধা।

এসময় তিনি বঙ্গবন্ধু পরিবারের জীবিত ও মৃত সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কালাইয়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা
২৯ মার্চ ২০২৪ দুপুর ০১:৫৫:৩২