লক্ষ্মীপুর (উত্তর) প্রতিনিধি: ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে লক্ষ্মীপুর রায়পুরের চরমোহনা ইউনিয়নে ‘কাজী মার্কেট মিনি ফুটবল টুর্নামেন্টের’ তৃতীয় আসরের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে দক্ষিণ চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় টিম উইন স্টার বনাম জমিদার বাড়ি একাদশ। ৫০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমিদার বাড়ি একাদশ ২-০ গোলে টিম উইন স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।
খেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক জেডএম. নাজমুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন মৃধা, সদস্য মোস্তাফিজুর রহমান সুমন ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ।
জেডএম. নাজমুল ইসলাম মিঠু বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে আনতে হবে। আমাদের সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।
টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন রাজু বাহাদুর, রুবেল হোসেন, সাদেক হোসেন শুভ, স্বপন কাজী, সুমন কাজী ও রাকিব জমিদার। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মো. রিয়াদ হোসেন। খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available