• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩১ ভোর ০৪:৩৯:০৮ (28-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩১ ভোর ০৪:৩৯:০৮ (28-Feb-2025)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও পথ নাটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পথ নাটকের মাধ্যমে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের পথ নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার তালুক শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মীম আক্তারের সঞ্চালনায় ও তালুক শিমুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেমানন্দ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী অফিসার আব্দুর রহমান।এ সময় আরো উপস্থিত ছিলেন সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিত কুমার রায়, শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের সভাপতি আতিকুল রহমান, শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনে দপ্তর সম্পাদক রুবেল মিয়া, কোষাধ্যক্ষ নুরজামাল মিয়া, সদস্য মারুফ ইসলামসহ অনেকে।আলোচনা সভা শেষে পথ নাটক ফুলির জীবন কাহিনী মঞ্চায়িত হয়। সবশেষে ১৩ বছরে বাল্যবিবাহের শিকার হওয়া খুশি আক্তার তার বাস্তব জীবনের চিত্র তুলে ধরেন।