• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৭:০০:২৫ (27-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই ফাল্গুন ১৪৩১ সন্ধ্যা ০৭:০০:২৫ (27-Feb-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি সনদ প্রদান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তি ও সনদ প্রদান করেছেন।২৬ ফেব্রুয়ারি বুধবার নোয়াখালীর নোয়া কনভেনশন সেন্টারে এ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘১৯৮৯ সাল থেকে শুরু হওয়া এ বৃত্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালিত হয়ে আসছে। এ জন্য আপনাদের ধন্যবাদ এবং এ বৃত্তির প্রতিষ্ঠাতা হুমায়ুন জহীরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজ যারা বৃত্তি পেয়েছো তাদের উদ্দেশ্যে বলেবো, জীবনে অনেক প্রতিবন্ধকতা আসবে, শত বাধা সত্ত্বেও তোমাদের সামনে এগিয়ে যেতে হবে।’বৃত্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ও অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) নিজাম আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, অনন্ত গ্রুপের চেয়ারম্যান ও বৃত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা কামরুন নাহার জহীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীব, নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ ও অনন্ত গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আসিফ জহীর।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মু. তাজুল ইসলাম, নির্বাহী চেয়ার‌ম্যান মকবুল আহাম্মদ ও সেক্রেটারি খালেদ আলী আহমদ।প্রসঙ্গত, হুমায়ুন জহীর স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৪ এ মোট ৬৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৪৫ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।