• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:৫৬:০৭ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৯:৫৬:০৭ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তেলের গোডাউনে ঢুকে গায়ে আগুন দিল মাদকাসক্ত

২২ জুন ২০২৪ সকাল ১১:৫২:১২

তেলের গোডাউনে ঢুকে গায়ে আগুন দিল মাদকাসক্ত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলের গোডাউন ও কীটনাশক দোকানে আগুন লাগার ঘটনা ঘটছে ৷এতে দুটি দোকান পুড়ে গেছে ৷অপর একটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

২১ জুন শুক্রবার বিকালে সাড়ে পাঁচটার দিকে এই কটিয়াদী পুরাতন বাজারে এই ঘটনা ঘটছে। পরে কটিয়াদী ফায়ার সার্ভিস ও বাজিতপুর ফায়ার সার্ভিস গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি দোকান আগুনে পুড়ে যায়।

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে পদ্মা অয়েল ডিলারের দোকানে ঢুকে সজিব (২৫) নামে এক মাদকাসক্ত যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় দোকানের কর্মচারীরা তাকে তাড়াতে গেলে দৌড়াদৌড়ি শুরু করে। একপর্যায়ে দোকানে রাখা দাহ্য পদার্থে আগুন লেগে যায়।

এতে পদ্মা অয়েল ও কীটনাশকের ডিলার প্রিয় লাল রায় এবং তার ভাই সার ও কীটনাশকের ডিলার পরিতোষ লাল রায়ের দোকান পুড়ে যায়। এদিকে গুরুতর আহত জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামের ওই মাদকাসক্ত যুবককে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, সজিবের গলার নিচ থেকে শরীর পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

মেসার্স রাধানাথ রায় এর মালিক প্রিয় লাল রায়ের ছেলে পার্থ রায় বলেন, ‘এটি নাশকতা হতে পারে। একটি ছেলে প্রথমে সাথে থাকা লাইটার দিয়ে আগুন ধারায় ৷তার শরীরেও আগুন লাগে ৷এক পর্যায়ে আগুন দোকানে ছড়িয়ে পড়ে ৷এতে অনুমান করছি প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে ৷ফয়ার সার্ভিস আগে আসলে আরও ক্ষতি থেকে বাঁচতাম।'

অপর দোকানের মালিক পরিতোষ রায় জানান, ‘তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আরও আগে আসলে এতটা আগুন ছড়াতো না ৷ ৫০০ গজ দূরত্বে থেকেও তারা আধাঘণ্টা পরে আসলো।'

কটিয়াদী ফয়ার সার্ভিসের ইনচার্জ আতিকুল বলেন, আমাদের গাফিলতি ছিলো না। তাৎক্ষণিক আমরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তেলের ডিপো ছিলো, তাই সাবধানে কাজ করতে হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







একদিনেই বাংলাদেশে প্রবেশ করল ৫০০ রোহিঙ্গা
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:২৪:৪৬


আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫