• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫১:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫১:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়পুরায় দু’গ্রামের সংঘর্ষে আহত অন্তত ২০, অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগ

৫ এপ্রিল ২০২৪ সকাল ০৮:২১:১৬

রায়পুরায় দু’গ্রামের সংঘর্ষে আহত অন্তত ২০, অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন। এ ঘটনায় বাড়ি-ঘর ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগ  উঠেছে।

৪ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ পশ্চিম পাড়া ও পূর্ব পাড়া  গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক এপ্রিল পূর্ব পাড়ার সফিব নামে ব্যক্তির সাথে মধুর চাক নিয়ে বাকবিতণ্ডা হয় পার্শ্ববর্তী বেলাবো উপজেলার ইব্রাহিমপুর গ্রামের এক ব্যক্তির সাথে। এর জেরে সফিক ইব্রাহিমপুর গ্রামের অন্য ব্যক্তিকে আটক করে তার মটর সাইকেল আটকিয়ে রাখে। ওই ব্যক্তি পশ্চিম পাড়ার  হাজারী বাড়ির আত্মীয় হন। পরে হাজারী বাড়ির লোকজন মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ নিয়ে উভয় গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি বিরোধ মিমাংসা করার জন্যে বৃহস্পতিবার মাহমুদাবাদ তরকারি বাজারে স্থানীয় বর্তমান ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুর এলাহী ও সাবেক ইউপি চেয়ারম্যান ফাইজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দরবারে বসেন। দরবারে একটি তুচ্ছ বিষয় নিয়ে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জরিয়ে পড়লে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে মোবাইল ফোনে কথা হয় সাবেক ইউপি চেয়ারম্যান  ফাইজুর রহমানের সাথে। তিনি জানান, দুই গ্রামের বিরোধ আপোষ মিমাংসা করার জন্য বসলে দরবারের মাঝেই দুই দল দেশী অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে।

খবর পেয়ে রায়পুরা ও বেলাবো থানার এ এস পি সার্কেল মো. আফসারুল আলম ও রায়পুরা থানার ওসি মো. সাফায়েত হোসেন পলাশ একদল পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পেীঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি জানান, এলাকার পরবর্তী যে কোন সহিংসতা এড়াতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩