• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৫:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৫:৫৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ

২০ মে ২০২৪ দুপুর ১২:২২:৪৯

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ইউপি সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: মাদক বিক্রিতে বাধা দেওয়ায় চাঁদপুর মতলব উত্তরের ফরাজীকান্দী ইউনিয়নে কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে মাদক ব্যবসায়ীরা।

গত ১৮ মে শনিবার রাত ও ১৯ মে রোববার বিকেলে কয়েকটি বাড়িতে আগুন দেওয়ায় ঘটনা ঘটেছে।

আগুনে সাবেক ইউপি সদস্যের ঘরসহ এলাকার কয়েকটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ফরাজীকান্দী ইউনিয়নে চুরি, মাদক, কিশোর গ্যাং নির্মূলের বিরুদ্ধে গত ১৬ মে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করেন বড় হলুদিয়া আদর্শ গ্রামবাসী। মানববন্ধনের পরের দিন ফরাজীকান্দী ইউনিয়নের মাদক কারবারি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মৃত মনির হোসেনের ছেলে ফারুককে গ্রেফতার করে থানা পুলিশ।

সাবেক ইউপি সদস্য জাকির হোসেন জানান, ‘মাদক কারবারি ফারুকের আত্মীয় রহমত উল্লাহ পাশা, মো. মোজাম্মেলসহ অজ্ঞাতনামা কয়েকজন বড় হলুদিয়া গ্রামের বাড়িতে বাড়িতে আগুন দিচ্ছে। আমারও একটি ঘর পুড়িয়ে দিয়েছে। আমার বাড়িতে সিসিটিভি ফুটেজে আগুন লাগানো চিত্র ধারণ করা আছে। আমি জনপ্রতিনিধি, এলাকার সকলের স্বার্থে মাদকের বিরুদ্ধে মানববন্ধনে বক্তব্য রেখেছি এটাই আমার অপরাধ। যার কারণে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি করেছে মাদক কারবারিরা। মানববন্ধনে যারা বক্তব্য রেখেছে তাদের সকলের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছি। এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, বাড়ি-ঘরে আগুন দেওয়ার একটা অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩