সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগে দুজন হতদরিদ্র রিকশা চালককে ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দিয়েছে ভূঁইয়ার দিঘি এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন রুহামা সোসাইটি ফাউন্ডেশন।
২৮ মার্চ শুক্রবার বাদ জুমা স্থানীয় মসজিদের সামনে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডুবাই প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব রাসেল মিয়ার অর্থায়নে হতদরিদ্র দুই রিকশা চালকের হাতে ব্যাটারি চালিত অটোরিকশা দুইটি তুলে দেন রুহামা সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আবুল কাশেম ও সেক্রেটারি মুফতি আবদুল্লাহ আল মানসুর।
এর মধ্যে একজন রিকশা চালকের রিকশাটি চুরি হয়ে যাওয়ায় হতাশায় ভুগছিলেন। অটোরিকশা পেয়ে দুই রিকশা চালক আবেগাপ্লুত হয়ে পড়েন।
এসময় ছাত্রনেতা ফখরুল ইসলাম রুবেল, যুবনেতা রুবেল মির্জাসহ রুহামা সোসাইটি ফাউন্ডেশনের সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রুহামা সোসাইটি ফাউন্ডেশন ইতোমধ্যে এলাকায় দুঃস্থ অসহায় মানুষকে সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, গৃহহীনদের ঘর নির্মাণ, বন্যায় ঘর ভেঙে যাওয়াদের পুনর্বাসনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে প্রশংসিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available