ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ৫ জনকে আটক করেছে পুলিশ। আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিক্সাটিও উদ্ধার করা হয়। আটকরা হলো- ইয়াছিন, শরীফ, আব্দুল্লাহ , রানা ও সুমন।
১৪ ফেব্রুয়ারি বুধবার ভোর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও অটো রিকশা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চলতি মাসের ৭ তারিখ সকাল সাড়ে সাতটা সময় ভৈরব পৌর কবরস্থানের সামনে অটোরিক্সার গতিরোধ করে একদল ছিনতাইকারী। চালক আরমান মিয়াকে তারা ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে উল্লেখিতদের পুলিশ আটক করে। আটকদের তথ্যের ভিত্তিতে শহরের বাগান বাড়ি এলাকা হতে সুমন নামে গ্যারেজের ম্যানেজারকে ছিনতাই করা রিকশাসহ আটক করে। এরপর তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, ভৈরবকে ছিনতাই মুক্ত করতে পুলিশ দিবা-রাত কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতেও এ ধরনের অভিযান অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available