• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:২৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৮:২৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে চালককে হত্যা করে বিভাটেক ছিনতাইয়ের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন

২৪ মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৩:৪৪

নরসিংদীতে চালককে হত্যা করে বিভাটেক ছিনতাইয়ের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় চালককে হত্যা করে মরদেহ গুম এবং বিভাটেক ছিনতাইয়ের ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও ছিনতাই করা বিভাটেক সংরক্ষণ করার অভিযোগে এক নারীকে ৬ মাসের কারাদণ্ডদেশ এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

২৪ মার্চ রবিবার দুপুরে নরসিংদীর জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আ ন ম ইলিয়াছ আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, রায়পুরা উপজেলার বীরগাঁও এলাকার সোলাইমান মিয়ার ছেলে আলাল ওরফে বিল্লাল (৩৫), একই এলাকার মোছলেম মিয়ার ছেলে কাউছার মিয়া (২৮), একই উপজেলার বল্লবপুর এলাকার ধন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১) এবং বীরগাঁও এলাকার আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)। সাজাপ্রাপ্তরা সকলেই জেল হাজতে আছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে শহরের বাসাইল এলাকার বিভাটেক চালক বিজয় মিয়া জীবীকার তাগিদে নরসিংদী শহরে বের হয়। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে ভাড়া করে প্রথমে রায়পুরার নীলক্ষা এবং পরে একই উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মাহমুদ নগরে নিয়ে কৌশলে হত্যা করে মরদেহ গুম করে বিভাটেক নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজয়ের মায়ের দায়ের করা অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আদালত ১৫ কার্য দিবসে ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের প্রেক্ষিতে এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, দ্রুত সময়ে এমন চাঞ্চল্যকর এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দোষীরা তাদের উপযুক্ত সাজা অবশ্যই পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩